Bengal Civic Polls 2022 : গেরুয়া পালে হাওয়া নেই, পৌরভোটে প্রধান বিরোধী বামফ্রন্টই : শোভনদেব - Sujan Chakraborty
রাজ্যজুড়ে আসন্ন পৌর নির্বাচনে (Bengal Civic Poll 2022) প্রধান বিরোধী হিসেবে উঠে আসবে বামফ্রন্টই ৷ বলছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। তিনি বলেন, "রাজ্যের 108টি পৌরসভার যে ভোট হবে সেখানে আমার মনে হয় প্রধান বিরোধী হিসেবে উঠে আসবে বামফ্রন্টই । কারণ, বিধানসভা উপনির্বাচন বা কলকাতা পৌরনিগমের ভোটের ফল সেই কথাই বল ছে। বিজেপির পালে একদমই হওয়া নেই । গত বিধানসভা নিবার্চনে রাজ্যে বিরোধী দল হিসেবে উঠে এসেছিল বিজেপি । তবে দলীয় গোষ্ঠীকোন্দল, দলবদল, বিভিন্ন উপনির্বাচনে হারে শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছে বিজেপি ।" এদিকে বিনা নির্বাচনে সাঁইথিয়া ও বজবজ পৌরসভা দখল করায় শাসকদলকে একহাত নিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ পাশাপাশি মনোনয়ন পেশের বিষয়ে তিনি বলেন, "আমাদের লক্ষ্য ছিল 100 শতাংশ আসনে মনোনয়ন জমা দেওয়ার ৷ তবে আমি মনে করি 100 শতাংশ আসনে সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা না দিতে পারলেও সম্ভবত 85-90 শতাংশ আসনে সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পেরেছে ৷ বেশ কয়েকটি জায়গায় তৃণমূল কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে আমাদের প্রার্থীকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল ৷ তবে আমাদের কর্মীরা সেই প্রতিরোধকে সংগঠিত হয়ে রুখে দিয়েছে ৷"