হাওড়া-আমতা, জগৎবল্লভপুরে বামেদের রেল অবরোধ কর্মসূচি - delhi farmer protest
দিল্লিতে বিক্ষোভরত কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে হাওড়ার দুপ্রান্তে বামেদের রেললাইন অবরোধ কর্মসূচি পালন । হাওড়া-আমতায় বামফ্রন্টের কর্মী-সমর্থকদের হাওড়া-আমতা রেললাইন অবরোধ কর্মসূচি । পাশাপাশি জগৎবল্লভপুরের পাঁতিহাল স্টেশানে ডিওয়াইএফআই কর্মীদের তরফে রেল রোকো কর্মসূচি পালিত হয় । পরে দুই জায়গাতেই রেলপুলিশের তৎপরতায় অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।