কৃষি আইন প্রত্যাহার দাবিতে হাওড়ায় চাক্কা জ্যাম বামফ্রন্টের - Howrah Left Front
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পথে নামলেন হাওড়া জেলার বাম কর্মী সমর্থকেরা ৷ এদিন চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেন বাম কর্মী সমর্থকেরা ৷ শহরের বিভিন্ন জায়গায় চাক্কা জ্যামে অংশ নেন বাম কর্মী সমর্থকেরা ৷ শহরের মল্লিক ফটকের সামনে জিটি রোড অবরোধ করেন বাম কর্মী সমর্থকেরা ৷ এর জেরে শহরের বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয় ৷