টোল ফ্রি বিক্ষোভ বাম-কংগ্রেসের - ২ নম্বর জাতীয় সড়কের কাঁকসার বাঁশকোপাতে টোল প্লাজার সামনে অবরোধ করে বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা
২০ দফা দাবি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ২ নম্বর জাতীয় সড়কের কাঁকসার বাসকোপাতে টোল প্লাজার সামনে অবরোধ করে বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা । অবরোধ চলে প্রায় 30 মিনিট । টোল প্লাজায় বেশ কিছুক্ষণ গেট খুলে দিয়ে ও টোল ফ্রি করে বিক্ষোভ দেখানো হয় । বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স থাকলেও পুলিশকে খুব বেশি সক্রিয় হতে দেখা যায়নি ।