বাংলাদেশ বইমেলা শেষ হল, বিক্রিতে এগিয়ে বঙ্গবন্ধুর জীবনী
নবম আন্তর্জাতিক বাংলাদেশ বইমেলা শেষ হল কলকাতার মোহর কুঞ্জে । 1 নভেম্বর থেকে শুরু হয়েছিল বাংলাদেশ বইমেলা । 10 দিন চলার পর রবিবার শেষ হল মেলা । এবার মেলায় সাড়া জাগিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অসমাপ্ত আত্মজীবনী । শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সবথেকে বেশি বিক্রি হয়েছে বইমেলায় । শেষদিন যথেষ্ট ভিড় ছিল মেলায় । মোট 61টি স্টল ছিল । বাংলাদেশ থেকে এসেছিল একাধিক নামী প্রকাশন সংস্থা ।