জগৎবল্লভপুরে চালবাহী লরির ধাক্কায় মৃত মহিলা - motor cycle and truck head clash at jagatballavpur
চালবাহী লরির ধাক্কায় মৃত্যু হল মুর্শিদা বেগম(45) নামে এক মহিলার । বাইক আরোহী ছিলেন তিনি । হাওড়ার জগৎবল্লভপুরের পোল গুষ্টিয়া এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে । বেপরোয়া যান চলাচলের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের । ঘটনার প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে হাওড়া-পানপুর রোড অবরোধ করে। লরিটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জগৎবল্লভপুর থানার পুলিশ ও দমকলকর্মীরা আসে । পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।