কলকাতা বিমানবন্দরে তৈরি হচ্ছে কোয়ারানটিন সেন্টার
28 মে থেকে কলকাতা বিমানবন্দর চালু হবে আন্তঃরাজ্য বিমান পরিষেবা । তার আগে কলকাতা বিমানবন্দরের পুরানো টার্মিনালে তৈরি করা হচ্ছে কোয়ারানটিন সেন্টার । বিমানবন্দর সূত্রের খবর, বিমান চলাচল শুরু হওয়ার পর যে সকল যাত্রীর কোরোনার লক্ষণ দেখা যাবে তাদের ওই সেন্টারে রাখা হবে। জানা গিয়েছে, 400 বেডের কোয়ারানটিন সেন্টার তৈরি করা হচ্ছে । সেন্টারের কাজ প্রায় শেষ পর্যায়ে । কিছু কাজ বাকি আছে। তা দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে । কোয়ারানটিন সেন্টারে দৈনন্দিন কাজকর্মের যেমন খাওয়া দাওয়া, স্নান, মোবাইল চার্জ সহ অন্যান্য সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে ।