পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

KMC Election 2021 Results : করোনা বিধিনিষেধ শিকেয় তুলে তৃণমূল কংগ্রেসের জয়োল্লাস - তৃণমূল কংগ্রেসের কর্মী

By

Published : Dec 21, 2021, 2:32 PM IST

একুশের বিধানসভা নির্বাচনের পর একুশের কলকাতা পৌরভোট ৷ জয়ী ঘাসফুল ৷ আর জয়ের পরই চোখে পড়ল অন্য দৃশ্য ৷ শারীরিক দূরত্ব নেই, মাস্কও নয়, শিকেয় করোনা বিধিনিষেধ ৷ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের চত্বরে সকাল থেকে শাসকদলের সমর্থকদের ভিড় । বেলা যত গড়িয়েছে, ততই বেড়েছে সবুজ আবিরে ছড়াছড়ি, ঢাক ঢোলের কাড়ানাকাড়া । সঙ্গে 'খেলা হবে' গানে উদ্দাম নৃত্য । জয়োল্লাস ক্রমেই এতটা বিশৃঙ্খল হয়ে ওঠে যে পদপিষ্ট হওয়ার জোগাড় । পুলিশ আধিকারিকদের গায়ের উপর উঠে পড়ে মানুষ । অবস্থা সামাল দিতে পুলিশের কালঘাম ছুটে গিয়েছে । ব্যারাকপুর কমিশনারেট-এর অন্তর্ভুক্ত থানার পদাধিকারীরা এসেও ভিড় সামলাতে হিমশিম খেয়েছেন (KMC Election 2021 victory of TMC turns into festival ignoring Covid Protocol) ৷

ABOUT THE AUTHOR

...view details