পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

KMC Election 2021 Results : আলিপুর জজ কোর্টে ত্রিস্তরীয় নিরাপত্তায় চলছে ভোটগণনা - গণনায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

By

Published : Dec 21, 2021, 9:50 AM IST

সকাল থেকেই কলকাতা পৌর নির্বাচনের ভোট গণনা (KMC Election 2021 Results) শুরু হয়েছে আলিপুর জজ কোর্টে (Alipore Judges Court)। সেই কারণে জজ কোর্টের (KMC Election 2021) বাইরেটা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷ রয়েছে কলকাতা পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা (3 tier security arrangement)। বেলভেডিয়ার রোড একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে । ব্যারিকেড করে এখানে পুলিশ কর্মীদের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । গোটা পুলিশি ব্যবস্থার ইনচার্জ অ্যাসিসটেন্ট কমিশনার পদমর্যাদার একজন পুলিশ আধিকারিক । তাঁকে নেতৃত্ব দিচ্ছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার দু'জন আধিকারিক । তাঁরা মূলত রাউন্ডে রয়েছেন । অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার বাইরে ও ভিতরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details