KMC election 2021: বড়িশায় তৃণমূলের পতাকা লাগানো অটোয় চড়ে বুথে ভোটাররা, কমিশনে বিজেপি
কলকাতা পৌরনিগমের (KMC election 2021) 124 নম্বর ওয়ার্ডে বড়িশা পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে তৃণমূলের পতাকা লাগানো অটোতে করে আনা হচ্ছে ভোটারদের ৷ পুলিশের সামনেই এই কাজ চলছে ৷ নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ করলেন বিজেপি (BJP files complaint against TMC) প্রার্থী শঙ্কর সিকদার । যদিও তৃণমূল প্রার্থী রাজীবকুমার দাস এই অভিযোগ অস্বীকার করেছেন । 2ও7 নম্বর বুথের সামনে অবৈধ জমায়েত ঘিরেও উত্তেজনা সৃষ্টি হয় । তৎপরতার সঙ্গে পুলিশ বুথের সামনে থেকে জমায়েত সরিয়ে দেয় ।