KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পৌরনির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি - কেন্দ্রীয় বাহিনী দিয়ে পৌরনির্বাচন করানোর দাবি বিজেপির
কলকাতা পৌরনিগম নির্বাচন (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে করানোর দাবি নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হল রাজ্য বিজেপি নেতৃত্ব (BJP Delegation Meet Governor Jagdeep Dhankhar) ৷ মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, শিশির বাজোরিয়া, মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল রাজভবনে যান ৷ বিজেপির তরফে জানানো হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনকে তাঁরা কেন্দ্রীয় বাহিনী (BJP Demands Central Force for KMC Election) দিয়ে ভোট করানোর আর্জি জানিয়েছেন ৷ কিন্তু, তারা সেটা করতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব ৷ পাশাপাশি, পৌরভোটে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷