KMC Election 2021 : হ্যাটট্রিকের বিষয়টা জনগণের উপর ছেড়ে দিলাম : বিজয় ওঝা - কলকাতা পৌরভোট
23 নম্বর ওয়ার্ডের দু'বারের জয়ী বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা (bjp candidate of 23 number ward bijoy ojha )। দল এবারও তাঁর উপরেই আস্থা রেখেছে । সারাদিনই মানুষের দরজায় দরজায় ঘুরে প্রচার করছেন । এলাকায় জনদরদী কাউন্সিলর হিসেবে পরিচিত (KMC Election 2021) । হ্যাটট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়ে কতটা আশাবাদী তিনি ? প্রচারের ফাঁকে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিজয় ওঝা বললেন, "হ্যাটট্রিকটা এই ওয়ার্ডের জনগণের উপরেই ছেড়ে দিলাম । তাঁরাই ঠিক করবেন ৷"