ময়ূরপঙ্খী থেকে ঘুড়ির মেলা ,জমিয়ে ব্যবসা লখনউ-মুম্বইয়ের কারিগরদের - বর্ধমান
মকর সংক্রান্তিকে কেন্দ্র করে বর্ধমানে তিনদিন ধরে চলে ঘুড়ির মেলা । বর্ধমানের রাজা বিজয় চাঁদ মহতাবের পৃষ্ঠপোষকতায় ঘুড়ি ওড়ানোর রীতি মেনে আজও চলছে সেই মেলা । পৌষ সংক্রান্তি মানেই লাটাই হাতে দামোদরের সদরঘাটে ঘুড়ির মেলা ৷ মেলায় ঘুড়ি ওড়ানোর পাশাপাশি চলে জমিয়ে জিনিস কেনাবেচা । শিশুদের প্রিয় খেলনা থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যায় এই মেলায় । আর মেলায় ঘুড়ি-বিক্রির জন্য লখনউ, দিল্লি, হায়দরাবাদ সহ ভিন রাজ্য থেকে কারিগররা এখানে চলে আসেন ।