ধানখেত থেকে উঁকি 12 ফুটের শঙ্খচূড়ের - ধান খেত থেকে উদ্ধার কিং কোবরা
ময়নাগুড়িতে ধানখেত থেকে উদ্ধার শঙ্খচূড় । মঙ্গলবার বিকেলে স্থানীয়রা ধান খেতের মাঠে বড় আকারের সাপ দেখতে পান । এত বড় সাপ দেখে প্রথমটায় একটু ভয়ই পেয়ে যান গ্রামবাসীরা । শঙ্খচূড়টি লম্বায় প্রায় 12 ফুট । এরপর ময়নাগুড়ির পরিবেশ প্রেমী সংগঠনকে খবর দেওয়া হয় । তারাই শঙ্খচূড়টিকে উদ্ধার করে নিয়ে যান । সাপটি পর্যবেক্ষণ করার পর গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় ।