জলপাইগুড়িতে ফের কিংকোবরা উদ্ধার
জলপাইগুড়িতে ফের উদ্ধার 12 ফুটের কিং কোবরা ৷ গৃহস্থের বাড়ির উঠানে কলা গাছের আড়ালে কিং কোবরা দেখে খবর দেওয়া হয় বনবিভাগে ৷ পরিবেশপ্রেমী নন্দু রায় কলা গাছের আড়াল থেকে উদ্ধার করেন সাপটিকে ৷ গত 12 জুলাই ময়নাগুড়ি ব্লকের রামশাই চোড়াই মোড় এলাকায় দেবেন রায়ের চা বাগান থেকেও উদ্ধার হয় আরও একটি কিং কোবরা ।