পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Puja Parikrama : 52 তম বর্ষে খড়্গপুর অভিযাত্রীর ভাবনায় ‘হারানো শৈশব’ - অভিযাত্রী ক্লাব

By

Published : Oct 13, 2021, 12:53 PM IST

কোভিড পরিস্থিতিতে বছরভর বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ৷ তাই সশরীরে ক্লাসে উপস্থিত থাকার পাট চুকেছে ৷ বদলে স্মার্ট ফোনে চলছে অনলাইন ক্লাস ৷ বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি ভয়ঙ্কর ৷ এতে নষ্ট হচ্ছে শিশু, কিশোরদের স্বাভাবিক মানসিক বিকাশ ৷ হারিয়ে যাচ্ছে শৈশব ৷ আর এই বিষয়টাকেই তাদের মণ্ডপ ভাবনায় তুলে ধরেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের অভিযাত্রী ক্লাব ৷ এবার তাদের পুজোর 52 বছর ৷

ABOUT THE AUTHOR

...view details