'সাবেকিয়ানা'র নতুন সাজ কাপাসডাঙা সর্বজনীনের পুজোমণ্ডপে - দুর্গা পুজো 2019
হুগলির কাপাসডাঙা সর্বজনীনের ভাবনা 'সাবেকিয়ানা' । জমিদার বাড়ির আদলে তৈরি এই পুজোমণ্ডপ । বনেদি বাড়ির প্রতিমার মতো একচালার ঠাকুর তৈরি করা হয়েছে । তাঁর টানা চোখ ৷ সোনার গয়নায় সাজানো দেবী প্রতিমা ।