পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আমফানের তাণ্ডবে কল্যাণীর একাংশ লণ্ডভণ্ড - nadia

By

Published : May 21, 2020, 7:35 PM IST

ঝড়ে একাধিক ঘর-বাড়ি ভেঙে, গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে অচেনা শহরে পরিণত হয়েছে কল্যাণী । আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জনজীবন । সবথেকে বেশি ক্ষতি হয়েছে দুই 24 পরগনায় । উত্তর 24 পরগনার লাগোয়া নদিয়া জেলার উল্লেখযোগ্য শহর কল্যাণী আপাতত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । প্রশাসনের তরফ থেকে বড় বড় গাছ কেটে উদ্ধারকাজ শুরু হয়েছে । এখনও পর্যন্ত আমফানের দাপটে নদিয়াতে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷

ABOUT THE AUTHOR

...view details