পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kalyan Banerjee: কোনদিন দেখব শুভেন্দুও তৃণমূলে আমার চেয়েও কাছের হয়ে যাবে, কটাক্ষ কল্যাণের - শ্রীরামপুর

By

Published : Nov 2, 2021, 10:25 PM IST

Updated : Nov 3, 2021, 1:26 PM IST

শ্রীরামপুরে কালীপুজোর উদ্বোধনে এসে রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ বিজেপি থেকে তৃণমূলে ফেরা বেশ কয়েকজন নেতাকে কটাক্ষ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়া আরও অনেকে আছে । দেখতে থাকুন তৃণমূলের বিজেপিতে যাওয়া নেতারা ফিরে আসবেন।" শুভেন্দুকে কটাক্ষ করতেও ছাড়েননি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, "শুভেন্দু রাগ করিস না ভাই। অনেক কথা বলে ফেলেছি। কোনদিন তুইও চলে আসবি তার তো কোনও ঠিক নেই। যাদের যাদের সম্বন্ধে সমালোচনা করেছিলাম তাদের সবাইকে বলছি কেউ রাগ করিস না। তখন তোরাই তৃণমূলের বিরুদ্ধে চলে গিয়ে ছিলি তাই বলেছিলাম। আবার কবে কোনদিন চলে এসে আমার চেয়েও বেশি কাছের হয়ে যাবি।"
Last Updated : Nov 3, 2021, 1:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details