পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

BJP-র গুন্ডাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পলিটিকাল সার্ভেন্ট রাজ্যপাল : কল্যাণ - BJP-র MP-গুন্ডাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাজ্যপাল

By

Published : Nov 13, 2020, 9:41 AM IST

"এরাজ্যের এক নম্বর পাবলিক সার্ভেন্ট হচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । কিন্তু তিনি হচ্ছেন পলিটিকাল সার্ভেন্ট । উনি কাকে জ্ঞান দিচ্ছেন ? উনি তো BJP-র এজেন্ট । BJP-র সব MP, গুন্ডাবাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । উনি পলিটিকাল সার্ভেন্ট হয়ে জ্ঞান দেওয়ার অধিকার কী করে পান ? রাজ্যপাল আপনি সংবিধানের কিছুই জানেন না । সকাল-বিকাল হোম সেক্রেটারি, পুলিশ অফিসারদের ডাকার অধিকার কেউ দেয়নি । আপনি একটা অপদার্থ, অযোগ্য । আপনার জন্য রাজ্য সরকারের লাখ লাখ টাকা খরচ হয় । এটা সাধারণ মানুষের পকেট থেকে যাচ্ছে । দার্জিলিং গেছেন ফূর্তি করতে আর গুন্ডাগিরি করতে । লজ্জা করে না আপনার ?" বললেন তৃণমূল নেতা কল্যাণ বন্দোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details