Kalyan Banerjee : শুভেন্দু, রাজীবরা ঠিক মতো কাজ করেননি বলেই ভাসছে বাংলা, তোপ কল্যাণের - জলবন্দি
শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জন্য একসঙ্গে এই তিনজনের বিরুদ্ধেই তোপ দাগলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ৷ শনিবার বেলা এগারোটা নাগাদ দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করতে আসেন তিনি ৷ সেই সময়েই কেন্দ্রকে নিশানা করে কল্যাণ বলেন, ‘‘অবিবেচকের মতো ব্যারেজ থেকে জল ছাড়ার ফলেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ৷ ’’ একইসঙ্গে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু ও রাজীবকেও নিশানা করেন কল্যাণ ৷ তিনি বলেন, ‘‘এই দুই ব্যক্তি দায়িত্বে থাকাকালীন তাঁদের কাজ ঠিক মতো করেননি ৷ যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে ৷’’ এমনকী, এর জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুরও নিদান দেন পেশায় আইনজীবী কল্যাণ ৷