'সিনিয়র সিটিজ়েন', 'বিয়ের ইচ্ছা প্রকাশ' দিলীপকে কটাক্ষ কল্যাণের - কল্যাণ বন্দ্যোপাধ্যায়
"যদিও আমি সিনিয়ার সিটিজ়েনের প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এখন সব দিকদিয়ে ভরপুর হয়ে রয়েছি । এতদিন তো বিয়ে করতে পারেনি । অতএব কনে কেউ যদি করে থাকে তাহলে এসো, আমি বিয়ে করতে রাজি আছি । আমি প্রবর্তক হিসেবে আন্দামানে ঘুরে বেড়িয়েছি, একটাও জোটেনি কপালে ।" এভাবে দিলীপ ঘোষকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।