Kalpataru Utsav 2022 : রীতি মেনেই কল্পতরু উৎসব পালন কামারপুকুরে - রীতি মেনেই কল্পতরু দিবস পালন কামারপুকুরে
রীতি মেনেই কল্পতরু উৎসব পালন করা হল কামারপুকুর মঠ ও মিশনে । ইংরেজি বছরের প্রথমদিনেই সকাল থেকে ভিড় ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান হুগলি জেলার অন্যতন তীর্থক্ষেত্র কামারপুকুরে ৷ এবার কোভিড প্রোটোকল মেনে মঠে ভিড় জমালেন দর্শনার্থীরা । স্বাস্থ্যবিধি মেনেই উৎসবে মেতে উঠলেন প্রত্যেকে (Kalpataru Utsav 2022) ৷
TAGGED:
Kalpataru Utsav 2022