Kali Pujo 2021 : আটলা গ্রামে সাধক বামাক্ষ্যাপার কালীপুজো এখনও চলছে তন্ত্রমতে - Bamakhepa
প্রায় সাড়ে 300 বছরের প্রাচীন সাধক বামাক্ষ্যাপার বাড়ির কালীপুজো ৷ তারাপীঠ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে আটলা গ্রামে জন্মেছিলেন সাধক বামাক্ষ্যাপা, বামদেব নামেও যিনি পরিচিত । তারা মায়ের সাধক অবিবাহিত ছিলেন, কিন্তু তাঁর ভাই রামচরণের বংশধরেরা এখনও থাকেন আটলায় । শৈশবে কিছুটা সময় এই গ্রামের বাড়িতে থাকলেও পরে মা তারার সাধনা করতে তারাপীঠ মহাশ্মশানে চলে যান তিনি ৷ পরিবারের দাবি, বামাক্ষ্যাপা তারাপীঠে গেলেও প্রতি বছর কালীপুজোয় নিজের হাতে কালীপুজো করতে ফিরে আসতেন এখানে । তাঁর বংশধরেরা এখনও কালীপুজো করছেন তন্ত্র মতে । সাধকের বাড়ির সেই কালীপুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন বহু মানুষ ।