Kalipuja : থিম-আলোকসজ্জায় সেজেছে বারাসতের কালীপুজো - kalipuja
থিমের মিশেল এবং আলোকসজ্জা, এই দু’টি যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে বারাসতের কালীপুজোয় । সেই মতো পুজো মণ্ডপ সেজে ওঠার পাশাপাশি এবারও আলোসজ্জা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে বিগ বাজেটের পুজো কমিটিগুলির মধ্যে । শহরের যেদিকেই চোখ যাবে সেখানেই রাস্তার দু'ধারে দেখা মিলবে রকমারি আলোকসজ্জা এবং আলোর বড় বড় গেট।যা রীতিমতো নজর কেড়েছে দর্শনার্থীদের ।