পশ্চিমবঙ্গ

west bengal

আজও অবহেলিত কপালকুণ্ডলার আদি কালী মন্দির

By

Published : Oct 25, 2019, 2:42 PM IST

বর্তমানে আদি কপালকুণ্ডলা মন্দির রয়েছে কাঁথির দেশপ্রাণ ব্লকের দরিয়াপুর এলাকায় ৷ দরিয়াপুর সমুদ্র বা রসুলপুর নদীর মোহনা থেকে কিছুটা দূরেই এই মন্দির ৷ একটা সময় ভগ্ন, পরিত্যক্ত মন্দিরের এই এলাকা ছিল ঝোপঝাড় ও আগাছায় পরিপূর্ণ ৷ চার বছর আগে প্রায় 40 লাখ টাকা ব্যয়ে প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে মন্দিরকে নতুন করে গড়ে তোলা হয় ৷ কিন্তু মন্দির তৈরি হলেও নতুন করে বসানো হয়নি কোনও মূর্তি ৷ তবু কালীপুজোর দিন মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে পুজো দেন স্থানীয়রা ৷

ABOUT THE AUTHOR

...view details