Kali Pujo 2021: কালীপুজোয় তারাপীঠে মায়ের জন্য বিশেষ ভোগ - tarapith
কালীপুজো উপলক্ষে বিশেষভাবে সেজে উঠেছে তারাপীঠ মন্দির ৷ বৃহস্পতিবার এখানে মায়ের ভোগে পুজোর আয়োজন করা হয়েছে ৷ তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, দু'বেলাই মা'কে ভোগ দেওয়া হয় ৷ দুপুরে দেওয়া হয় পোলাও, অন্ন ভোগ ৷ রাতে থাকে খিচুড়ি ৷ এছাড়াও শোলমাছ পোড়া, বলি দেওয়া পাঁঠার মাংস, মিষ্টি, পায়েসও থাকে এই ভোগে ৷ এছাড়াও কারণ সুধাও দেওয়া হয় মাকে ৷