Kali Pujo Parikrama 2021 : "শান্তি আসুক ফিরে, বিশ্বময় জুড়ে"-৫২তম বর্ষে থিমের চমক বারাসতের তরুছায়া ক্লাবে - বারাসত
কোথাও থিমের চমক। আবার কোথাও বা সাবেকিয়ানা। এই দুয়ের মিশেলে এখন জমজমাট বারাসতের কালীপুজো । এখানকার বড় বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম তরুছায়া ক্লাবের কালীপুজো । এই বছর 52তম বর্ষে পদার্পণ করল এই পুজো। এবছর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে 'শান্তি আসুক ফিরে,বিশ্বময় জুড়ে'। কোভিড থেকে মুক্তি চেয়ে বিশ্বে শান্তির আহ্বান জানাতেই এমন থিমের ভাবনা বলে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা। তবে করোনা বিধি মেনে এবার এই পুজো মণ্ডপে কোনও দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ বাইরে থেকেই পুজো মণ্ডপ এবং কালী প্রতিমা দর্শন করতে হচ্ছে সাধারণ মানুষকে।