পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"মানুষের স্বার্থে ওঁর কখনও কিছু করার ইচ্ছে হয়নি", শুভেন্দুকে কটাক্ষ কাকলির - kakoli ghosh doshtidar attack suvendu adhikari

By

Published : Jan 22, 2021, 8:59 PM IST

"নিজের মাকে যদি কেউ লাথি মেরে চলে যায়, তাহলে সেই সন্তানকে ওই মায়ের অন্য সন্তানরা ভালো চোখে দেখে না । পার্টিটা আমার কাছে মা । আজ তৃণমূল কংগ্রেসের জন্যই উনি এই জায়গাতে পৌঁছেছেন । আর সেই মাকেই এখন তিনি লাথি মারছেন । নিজের পরিবার ছাড়া মানুষের জন্য ওঁর কোনও দিনই কিছু করার ইচ্ছে হয়নি । ওঁর পরিবারে কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ, মন্ত্রী সব রয়েছে । তাহলে পরিবারকে কে বেশি উপরে স্থান দিয়েছে তা আপনারা চিন্তা করুন ।" মধ্যমগ্রামের একটি সভায় যোগ দিয়ে শুভেন্দু অধিকারীকে এভাবেই কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details