"মানুষের স্বার্থে ওঁর কখনও কিছু করার ইচ্ছে হয়নি", শুভেন্দুকে কটাক্ষ কাকলির - kakoli ghosh doshtidar attack suvendu adhikari
"নিজের মাকে যদি কেউ লাথি মেরে চলে যায়, তাহলে সেই সন্তানকে ওই মায়ের অন্য সন্তানরা ভালো চোখে দেখে না । পার্টিটা আমার কাছে মা । আজ তৃণমূল কংগ্রেসের জন্যই উনি এই জায়গাতে পৌঁছেছেন । আর সেই মাকেই এখন তিনি লাথি মারছেন । নিজের পরিবার ছাড়া মানুষের জন্য ওঁর কোনও দিনই কিছু করার ইচ্ছে হয়নি । ওঁর পরিবারে কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ, মন্ত্রী সব রয়েছে । তাহলে পরিবারকে কে বেশি উপরে স্থান দিয়েছে তা আপনারা চিন্তা করুন ।" মধ্যমগ্রামের একটি সভায় যোগ দিয়ে শুভেন্দু অধিকারীকে এভাবেই কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।