পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পৌরভোটে ভোটলুটের আশঙ্কা কৈলাসের - উত্তর 24 পরগনা

By

Published : Mar 6, 2020, 4:57 PM IST

পৌরভোটে তৃণমূল ও পুলিশ জোট বেঁধে ভোটলুট করবে ৷ আজ এই আশঙ্কাপ্রকাশ করলেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ৷ আজ বারাসতে দলের কর্মী প্রশিক্ষণ শিবিরে যোগ দেন তিনি ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘গত পঞ্চায়েত নির্বাচনে কী হয়েছে আমরা সবাই জানি ৷ আগের মতো তৃণমূল এবারও ভোটলুট করবে ৷ বুথ দখল, গুন্ডামি করবে ৷ BJP কর্মীদের মারধর করবে ৷ ভোট কতটা অবাধ ও শান্তিপূর্ণ হবে তা নিয়ে আমাদের সন্দেহ আছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details