পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টিটাগড়ে BJP নেতা খুনে CBI তদন্ত দাবি বিজয়বর্গীয়র - Kailash Vijayvargiya demands CBI investigation

By

Published : Oct 5, 2020, 7:51 AM IST

Updated : Oct 5, 2020, 12:20 PM IST

টিটাগড়ে BJP নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় CBI তদন্তের দাবি জানালেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । তিনি একটি ভিডিয়ো বার্তায় বলেন , "পুলিশের উপর কোনও বিশ্বাস নেই । কারণ থানার সামনে যেহেতু এই ঘটনা ঘটেছে , সেক্ষেত্রে পুলিশের ভূমিকা সন্দেহজনক । এই ঘটনার CBI তদন্ত হওয়া উচিত । পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া দরকার । " ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ টেনে বিজয়বর্গীয় বলেন, "ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং অনেক আগে থেকেই দাবি করছেন, তাঁকে মারার জন্য এখানকার কমিশনার অনুজ বর্মা ও অ্যাডিশনাল কমিশনার অজয় ঠাকুরকে সুপারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।" মণীশ শুক্লা অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ নেতা ছিলেন । অর্জুনের BJP-তে যোগদানের পর তিনিও তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন ।
Last Updated : Oct 5, 2020, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details