পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

2021-এ পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসব : কৈলাস বিজয়বর্গীয় - Kailash Vijayvargiya on Amphan

By

Published : May 23, 2020, 8:10 PM IST

2021 সালে রাজ্যে ক্ষমতায় আসবে BJP, এই বিষয়ে 100 শতাংশ নিশ্চিত BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ আজ ETV ভারতের রিজিওনাল নিউজ় কো-অর্ডিনেটর পার্থপ্রতিম ঘোষ রায়কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানান ৷ তিনি আরও বলেন, কোরোনাকে সঙ্গে নিয়েই জীবন-যাপন স্বাভাবিক করতে হবে ৷ রেল, বিমান চালু হলে সুবিধা হবে ৷ মানুষ এখন শিখে গেছে কীভাবে লড়াই করতে হবে ৷ আমফানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের জন্য 1 হাজার কোটি টাকা সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বিষয়েও কথা বলেন কৈলাস বিজয়বর্গীয় ৷

ABOUT THE AUTHOR

...view details