পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বারাসতে "আর নয় অন্যায়"-এর প্রচারে কৈলাস বিজয়বর্গীয় - কৈলাস বিজয়বর্গীয়

By

Published : Dec 5, 2020, 12:28 PM IST

"আর নয় অন্যায়" কর্মসূচিতে আজ বারাসতে বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে যোগ দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় । বারাসতের সত্যনারায়ণপল্লির কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করার কথা রয়েছে তাঁর । বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, "বাংলাজুড়ে চরম অরাজকতা চলছে । তারই প্রতিবাদে আজ আমাদের "আর নয় অন্যায়" কর্মসূচি । থাকছেন কৈলাস বিজয়বর্গীয় । তিনি বাড়ি বাড়ি যাবেন ।"

ABOUT THE AUTHOR

...view details