পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ক্ষমতায় আসার পর পেনশন পাবেন সব কীর্তন শিল্পী : কৈলাস - kailash-vijaybargiya-assures pension for Kirtan artists

By

Published : Nov 24, 2020, 7:47 PM IST

চৈতন্য মহাপ্রভুর পরম্পরাকে বহন করে চলেছেন কীর্তন শিল্পীরা । ভক্তিরসের গঙ্গা এখানে বহমান । কিন্তু, ষাট বছর পরে কীর্তন শিল্পীরা আর গাইতে পারেন না। তখন আয় হয় না। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কীর্তন শিল্পীদের জন্য পেনশনের ব্যবস্থা করেছেন । এখন কয়েকজন পেনশন পাবেন । ক্ষমতায় আসার পর সবাইকে পেনশন দেওয়া হবে । বারুইপুরের সভা থেকে বললেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

ABOUT THE AUTHOR

...view details