প্রতিপক্ষের রাজনৈতিক গতিবিধি রোধের খারাপ প্রয়াস : বিজয়বর্গীয়
"প্রতিপক্ষের রাজনৈতিক গতিবিধি আটকানোর খুব খারাপ প্রয়াস এটা ৷ আজকের ঘটনায় এটা প্রমাণিত যে পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলি নিজেদের রাজনৈতিক কর্মসূচি সঠিকভাবে করতে পারে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতির সমালোচনা করি ৷" কলকাতায় বিজেপির রোড শোয়ে তাঁর গাড়ি লক্ষ্য করে জুতো, পাথর ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া কৈলাস বিজয়বর্গীয়র ।