পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিজেপির প্রার্থী বাছাই নিয়ে চুলোচুলি মারামারি শুরু হবে : জ্যোতিপ্রিয় - বিজেপির মুখ বলতে কিছু নেই

By

Published : Jan 22, 2021, 7:17 PM IST

"এখন পাড়ায় পাড়ায় দেখছেন, একটু অপেক্ষা করুন নির্বাচনের আগে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে চুলোচুলি মারামারি শুরু হবে ।" রায়নার উচালনে এক মেলার উদ্বোধনে এসে একথা বললেন জ্যোতিপ্রিয় মল্লিক । বিজেপি অফিসে তৃণমূলের হামলার প্রশ্ন উঠতে তিনি বলেন, তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই যে বিজেপির অফিসে হামলা করতে যাবে । এরপর তিনি বলেন, বিজেপি নেতা-কর্মীদের কথাতেই পরিষ্কার যে আদি এবং নতুন বিজেপির কর্মীদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে । তাঁর কথায়, বিজেপির মুখ বলতে কিছু নেই । তৃণমূলে থেকে এতদিন ভোগ করে বিজেপিতে পা দিয়েছে অনেকেই তাই নোংরামি শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details