পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রাজ্যে এসে ভাঁওতাবাজি, লোক দেখাচ্ছেন নাড্ডা; বলছে একাংশ কৃষক - bjp president jp nadda

By

Published : Jan 9, 2021, 1:53 PM IST

কাটোয়ায় আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে সভা করছেন তা লোক দেখানো ৷ চাষিদের সমর্থনে যে সমস্ত কাজ করা উচিত তার বিপক্ষে একশো শতাংশ কাজ করছেন ৷ যার জন্য দিল্লিতে মুখ দেখাতে পারছেন না ৷ সারা ভারতে আন্দোলন প্রশমিত হচ্ছে ৷ সেই আন্দোলনকে চাপতে ও পাশাপাশি বিধানসভা ভোটে রাজনৈতিক স্বার্থে রাজ্যে এসেছেন জেপি নাড্ডা ৷ বলছেন পূর্ব বর্ধমানের একাংশ চাষি ৷

ABOUT THE AUTHOR

...view details