পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"356 ধারা কী জানেন ?" বাবুলকে কটাক্ষ জীতেন্দ্র তিওয়ারির - বাবুল সুপ্রিয়

By

Published : Oct 12, 2020, 5:27 PM IST

বাবুল সুপ্রিয় রাজ্যে 356 ধারা জারির দাবি তুলেছেন । এই বিষয়ে তৃণমূল নেতা জীতেন্দ্র তিওয়ারি বলেন, "উনি গায়ক, গান বুঝুন । পারলে পুজোতে একটা অ্যালবাম বের করুন । উনি গান করতে করতে ভোটে জিতে সংবিধানও বুঝে গেলেন ? 356 ধারা জানেন ? জিজ্ঞাসা করুন তো 330 ধারাতে কী আছে ? 322 ধারায় কী আছে? " তাঁকে ফের "বুলবুল সুপ্রিয়" নামে সম্বোধন করে তিনি বলেন, "আমি ওঁনার নাম আগেই রেখেছি বুলবুল সুপ্রিয় । উনি রেগে গেলে বুলবুল পাখির মতো চিৎকার করেন।"

ABOUT THE AUTHOR

...view details