পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jitendra Tiwari on Asansol Municipal Corporation Work : "একবছরে পৌরনিগমের কাজ শূন্য", ক্ষমতা ছাড়ার বর্ষপূর্তিতে দাবি জিতেন্দ্র'র - asansol municipal corporation news

By

Published : Dec 17, 2021, 10:59 PM IST

গত বছর 17 ডিসেম্বর আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন জিতেন্দ্র তিওয়ারি । তারপর তিনি পাকাপাকিভাবে তৃণমূলের সঙ্গেও সম্পর্ক ছেদ করে বিজেপিতে যোগদান করেন । এক বছর পর একই দিনে পৌরনিগমের কাজের পরিসংখ্যান দিতে গিয়ে দাবি করেন গত এক বছরে একটি কাজও আসানসোল পৌরনিগম (Jitendra Tiwari on Asansol Municipal Corporation Work) শুরু করে শেষ করতে পারেনি । সমস্ত কাজ তিনি সমাপ্ত করে গিয়েছেন ৷ এমনকি যে কাজ অল্প বাকি ছিল, সেই সমস্ত কাজগুলোও এক বছরে চালু করতে পারেনি আসানসোল পৌরনিগমের বর্তমান বোর্ড ।

ABOUT THE AUTHOR

...view details