পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রক্তদান মেলায় প্লাজ়মা দান সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির - Jitendra Tiwari

By

Published : Nov 30, 2020, 9:09 AM IST

রক্ত সংকট দূর করতে উদ্যোগ নিল আসানসোলের স্বেচ্ছাসেবী সংগঠন ৷ গতকাল আসানসোলের রবীন্দ্রনগরে রক্তদান মেলার আয়োজন করা হয় ৷ প্রায় 1500 ইউনিট রক্তদান করেন সমাজসেবীরা ৷ মেলায় প্লাজ়মা দান করেন আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। তাঁরা কোরোনা থেকে হয়ে সুস্থ হয়ে উঠেছেন। জিতেন্দ্র তিওয়ারি জানান, এখানে সংগৃহীত রক্ত শুধু আসানসোল নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে এবং কলকাতার সরকারি হাসপাতালে পাঠানো হবে।

ABOUT THE AUTHOR

...view details