পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Babul Supriyo: বাবুল সুপ্রিয়কে রাণু মণ্ডলের সঙ্গে তুলনা করে খোঁচা জিতেন্দ্র তিওয়ারির - babul Supriyo Join to TMC

By

Published : Sep 20, 2021, 7:02 PM IST

এবার রাণু মণ্ডলের সঙ্গে বাবুল সুপ্রিয়র তুলনা ৷ আর সেটা করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর কথায়, বাবুল সুপ্রিয় ভাল গান জানেন ৷ তাঁর গান পছন্দ করেন তিনি ৷ তবে, রাণু মণ্ডলও ভাল গান করেন ৷ আর তাঁর গানও আসানসোলের এই বিজেপি নেতার খুব পছন্দের ৷ প্রসঙ্গত, 2 দিন আগেই তৃণমূল যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ তাই তাঁকে কটাক্ষ করেই এ দিন ওই মন্তব্য করেন জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর মতে, বাবুল তৃণমূলে যাওয়াতে আসানসোলে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না ৷ বরং এবার তৃণমূলে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন আসানসোলের প্রাক্তন মেয়র ৷

ABOUT THE AUTHOR

...view details