সামাজিক নিয়ম মেনেই মায়াপুরে ঝুলনযাত্রা - Mayapur
প্রথা ও রীতি মেনেই পালিত হল মায়াপুর ISCKON-র ঝুলনযাত্রা উৎসব ৷ জনসমাগম না করে সামাজিক রীতি মেনেই রাধাকৃষ্ণের ঝুলনের রশিতে পড়ল টান ৷ তবে, এবার সামাজিক দূরত্বের বিধিনিষেধ মেনে অন্য অনুষ্ঠানগুলির মতোই ঝুলন যাত্রা থেকেও বঞ্চিত ভক্তরা ৷ যাতে বাইরের কেউ ভিতরে প্রবেশ না করে সেই কারণে প্রতিটি সদর দরজা বন্ধ করে রাখা হয় ৷