নির্বাচনের আগে রাঢ় আবেগে শান দিতে আসরে আজসু - assembly elections of west bengal
রাজ্যের বিধানসভা নির্বাচনের আসরে নামল ঝাড়খণ্ডের আজসু । আজসুর ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার নেতাকর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে । উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আজসু নেতা সুদেশ মাহাত সহ অন্যান্যরা ।