তারাপীঠে পুজো দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন - jharkhand chief minister hemant soren visits tarapith
আজ সন্ধ্যায় সপরিবারে তারাপীঠে পুজো দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । সঙ্গে ছিলেন পিতা শিবু সোরেন । পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অনেকদিন পর তারাপীঠ এলাম । অনেক পরিবর্তন নজরে পড়ছে । মা তারার আশীর্বাদে অনেক পরিবর্তন হয়েছে এবং আগামীদিনেও হবে।"