পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Navadwip Jhalmuri seller : নবদ্বীপে করোনা নিয়ে সতর্কীকরণ গানে বিকোচ্ছে ঝালমুড়ি

By

Published : Jan 10, 2022, 2:44 PM IST

ট্রেনে হকারি, ঝালমুড়ি বিক্রি করলেও নদিয়ার নবদ্বীপের গোপীনাথ দেবনাথের প্রথম ভালবাসা গান ৷ সেই ভাললাগা থেকেই করোনা নিয়ে গান বেঁধে ফেললেন গোপীনাথ ৷ আগে ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেনে জিনিসপত্র বিক্রি করতেন ৷ লকডাউনের পর থেকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের বাইরে ঝালমুড়ি বিক্রি করেন ৷ একদিকে মুড়ি, লঙ্কা, চানাচুর, পেঁয়াজ কুচি, ধনে পাতার মিশ্রণে তৈরি হচ্ছে সুস্বাদু ঝালমুড়ি ৷ অন্যদিকে গোপীনাথের মিঠে গলায় সুরেলা গান (Navadwip Jhalmuri seller) ৷ নবদ্বীপে করোনা নিয়ে সতর্কীকরণ গানে বিকোচ্ছে ঝালমুড়ি ৷ ক্রেতাদেরও বাহবা পাচ্ছেন গায়ক ৷

ABOUT THE AUTHOR

...view details