নদিয়ায় কালী মন্দিরে গহনা চুরি - শান্তিপুর কলোনি বাজার
শান্তিপুর ব্লকের ফুলিয়া অঞ্চলের কলোনি বাজার এলাকায় কালী মন্দিরে গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় । ফুলিয়ার কলোনি বাজার এলাকায় কালী মন্দিরে, মূর্তি থেকে সোনার টায়রা, টিকলি, টিপ, সহ একাধিক গহনা চুরি হয় । আগেও কালীমূর্তির গহনা চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ । শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ । পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে । পাশাপাশি খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টায় পুলিশ ।