"ভাটপাড়া পৌরসভায় বোর্ড গঠন করছি", অর্জুনকে চ্যালেঞ্জ জ্যোতিপ্রিয়র - bhatpara minuciplity
"ভাটপাড়া পৌরসভায় বোর্ড গঠন করছি, করব ৷" BJP সাংসদ অর্জুন সিংকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ৷ শুক্রবার BJP সাংসদ অর্জুন সিং বলেন, তৃণমূলের ক্ষমতা থাকলে ভাটপাড়া পৌরসভা দখল করে দেখাক ৷ ভাটপাড়া পৌরসভা BJP-র আছে, BJP-র থাকবে ৷ তারই পালটা জবাব দেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷