মালদায় বন্ধ বাস-ট্রেন চলাচল - janta curfew
জনতা কারফিউয়েক জন্য় নিজেদের ঘরবন্দী করেছে মালদা ৷ সকাল থেকে মালদা শহরের রাস্তায় চলাচল করেনি একটিও বেসরকারি যানবাহন ৷ সরকারি বাস চলাচল করলেও যাত্রীর দেখা মেলেনি ৷ বন্ধ রয়েছে শহরের সমস্ত বাজার ৷ একই ছবি মালদা টাউন স্টেশনেও ৷