সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রাজ্য, মুখ্যমন্ত্রী অশিক্ষিত : রাজ্যপাল - jagdeep dhankar press conference in rajbhavan
মুখ্যমন্ত্রীর চিঠির কড়া জবাব দিলেন রাজ্যপাল ৷ আজ সাংবাদিক বৈঠক ডেকে তিনি বলেন, "এভাবে 24 ঘণ্টারও কম সময়ে সাংবাদিক বৈঠক ডাকার পিছনে গুরুতর কারণ রয়েছে ৷ রাজ্যের দু'টি সাংবিধানিক কার্যকর্তার মধ্যে সম্পর্কের পরিণতি নিয়ে বলতেই এই সাংবাদিক বৈঠক ৷ রাজ্যের অশিক্ষিত মুখ্যমন্ত্রী ও রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের ৷ DGP-কে বার্তা পাঠানো হয়েছিল ৷ তাঁকে ডাকলেও দেখা করতে আসেননি ৷ কিন্তু , মুখ্যমন্ত্রী সেই বার্তার উত্তর দেন ৷ সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রাজ্য ৷ আইন - শৃঙ্খলার অবস্থাও খারাপ ৷ হার্মাদরা ক্ষমতায় এসেছে ৷ রাজ্যের শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ । সংবিধানের বাইরে গিয়ে কাজ করছে পুলিশ । একদিকে রাজ্যের শাসক দলের নেতাদের মধ্যে টাকা উড়ছে আর রাজভবনের জন্য টাকা নেই বলা হচ্ছে । পুলিশ রাজ্য সরকারের দলদাসত্ব করছে ৷"