পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"আমার পদকে অসম্মান করা হয়েছে ", সজনেখালির বৈঠক ভেস্তে যাওয়ায় বললেন রাজ্যপাল - জগদীপ ধনকড় খবর

By

Published : Oct 22, 2019, 11:17 PM IST

আজ দক্ষিণ ২৪ পরগনার সজনেখালিতে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি বলেন, “রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে আমি আমার এক্তিয়ার জানি । সেই এক্তিয়ারে থেকে গত 17 অক্টোবর জেলা শাসকদের চিঠি দেওয়া হয় ৷ এই বৈঠকে প্রশাসনের আধিকারিক ও বিধায়ক, সাংসদ, সভাধিপতি সহ অন্যান্যদের থাকার কথা বলা হয় ।" রাজ্যপাল বৈঠক ডাকলে প্রশাসনের কোনও উচ্চপদস্থ আধিকারিক বৈঠকে আসেননি । ফলে বৈঠক ভেস্তে যায় ৷ রাজ্যপাল বলেন , "এটা আমাকে ব্যক্তিগত ভাবে অপমান করা নয়, এটা রাজ্যপালের পদকে অসম্মান করা ৷"

ABOUT THE AUTHOR

...view details